আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮৮৬
আন্তর্জাতিক নং: ৩৮৮৬
পরিচ্ছেদ : আয়িশা (রাযিঃ)-এর ফযীলত
৩৮৮৬। ইবরাহীম ইবন সাঈদ জাওহারী (রাহঃ)... আমর ইব্ন আস (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে জিজ্ঞাসা করেছিলেন, লোকদের মাঝে আপনার সবচাইতে প্রিয় কে?
তিনি বললেন : আয়িশা ৷
আমর ইব্ন আস (রাযিঃ) বললেন : পুরুষদের মাঝে ? নবী (ﷺ) বললেন ঃ তাঁর পিতা ।
ইসমাঈল-কায়স (রাযিঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান-গারীব ।
তিনি বললেন : আয়িশা ৷
আমর ইব্ন আস (রাযিঃ) বললেন : পুরুষদের মাঝে ? নবী (ﷺ) বললেন ঃ তাঁর পিতা ।
ইসমাঈল-কায়স (রাযিঃ) সূত্রে বর্ণিত রিওয়ায়াত হিসাবে হাদীসটি হাসান-গারীব ।
باب فضل عائشة رضي الله عنها
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعِيدٍ الجَوْهَرِيُّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ عَمْرِو بْنِ العَاصِ أَنَّهُ، قَالَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ أَحَبُّ النَّاسِ إِلَيْكَ؟ قَالَ: «عَائِشَةُ». قَالَ: مِنَ الرِّجَالِ؟ قَالَ: «أَبُوهَا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ مِنْ حَدِيثِ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ»
