আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮৮৭
আন্তর্জাতিক নং: ৩৮৮৭
পরিচ্ছেদ : আয়িশা (রাযিঃ)-এর ফযীলত
৩৮৮৭। আলী ইব্ন হুজর (রাহঃ)... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেনঃ সব খাদ্যের মধ্যে 'ছারীদ’১ যেমন সর্বোত্তম খাদ্য, তেমনি সকল নারীর মধ্যে আয়িশার মর্যাদা শ্রেষ্ঠ ।
এ বিষয়ে আয়িশা ও আবু মুসা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ। আব্দুল্লাহ ইব্ন আব্দুর রহমান ইব্ন মা'মার (রাহঃ) হলেন আবু তুওয়ালা আনসারী মাদীনী । ইনি ছিকাহ রাবী । মালিক ইব্ন আনাস তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন।
এ বিষয়ে আয়িশা ও আবু মুসা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ। আব্দুল্লাহ ইব্ন আব্দুর রহমান ইব্ন মা'মার (রাহঃ) হলেন আবু তুওয়ালা আনসারী মাদীনী । ইনি ছিকাহ রাবী । মালিক ইব্ন আনাস তাঁর থেকে হাদীস বর্ণনা করেছেন।
باب فضل عائشة رضي الله عنها
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرٍ الأَنْصَارِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ» وَفِي البَابِ عَنْ عَائِشَةَ، وَأَبِي مُوسَى «وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرٍ هُوَ: أَبُو طُوَالَةَ الْأَنْصَارِيُّ الْمَدِينِيُّ ثِقَةٌ وَقَدْ رَوَى عَنْهُ مَالِكُ بْنُ أَنَسٍ
