আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮৮৫
আন্তর্জাতিক নং: ৩৮৮৫
পরিচ্ছেদ : আয়িশা (রাযিঃ)-এর ফযীলত
৩৮৮৫। ইবরাহীম ইবন ইয়াকুব ও বুন্দার (রাহঃ)... আমর ইবন আস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁকে 'যাতুস সালাসিল' যুদ্ধে সেনাপতি নিয়োগ করেন। তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে এসে বললাম : ইয়া রাসূলাল্লাহ্। লোকদের মাঝে আপনার সবচাইতে প্রিয় কে?

তিনি বললেন : আয়িশা।

আমি বললাম : পুরুষদের মাঝে?

তিনি বললেন : তাঁর পিতা।

হাদীসটি হাসান-সাহীহ।
باب فضل عائشة رضي الله عنها
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ وَاللَّفْظُ لِابْنِ يَعْقُوبَ، قَالَا: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ المُخْتَارِ قَالَ: حَدَّثَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ عَمْرِو بْنِ العَاصِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَعْمَلَهُ عَلَى جَيْشِ ذَاتِ السّلَاسِلِ قَالَ: فَأَتَيْتُهُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ؟ قَالَ: «عَائِشَةُ». قُلْتُ: مِنَ الرِّجَالِ؟ قَالَ: «أَبُوهَا»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন