আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮৭৮
আন্তর্জাতিক নং: ৩৮৭৮
পরিচ্ছেদঃ খাদীজা (রাযিঃ)-এর ফযীলত
৩৮৭৮। আবু বকর ইবন যানজাবিয়্যা (রাহঃ)....আনাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেনঃ বিশ্বের নারীগণের মধ্যে তোমার জন্য যথেষ্ট হলেন : ইমরান কন্যা মারয়াম, খুওয়ায়লিদ কন্যা খাদীজা, মুহাম্মাদ কন্যা ফাতিমা এবং ফিরআওনের স্ত্রী অসিয়া।

এ হাদীসটি সাহীহ।
باب فضل خديجة رضي الله عنها
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ زَنْجُوَيْهِ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " حَسْبُكَ مِنْ نِسَاءِ العَالَمِينَ: مَرْيَمُ ابْنَةُ عِمْرَانَ، وَخَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ، وَفَاطِمَةُ بِنْتُ مُحَمَّدٍ وَآسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ ": «هَذَا حَدِيثٌ صَحِيحٌ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৮৭৮ | মুসলিম বাংলা