আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৮৭৭
আন্তর্জাতিক নং: ৩৮৭৭
পরিচ্ছেদঃ খাদীজা (রাযিঃ)-এর ফযীলত
৩৮৭৭। হারূন ইবন ইসহাক হামদানী (রাহঃ).... আব্দুল্লাহ ইবন জাফর (রাযিঃ) থেকে বর্ণিত তিনি বলেনঃ আমি আলী ইবন আবু তালিব (রাযিঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেছেন : আমি রাসূলুল্লাহ (ﷺ) -কে বলতে শুনেছি, খাদীজা বিনত খুওয়ায়লিদ হলেন তাঁর যুগের সর্বোত্তম মহিলা, আর মারয়াম বিনত ইমরান হলেন তাঁর যুগের সর্বোত্তম মহিলা ।
এ বিষয়ে আনাস, ইব্ন আব্বাস ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ।
এ বিষয়ে আনাস, ইব্ন আব্বাস ও আয়িশা (রাযিঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। হাদীসটি হাসান-সাহীহ।
باب فضل خديجة رضي الله عنها
حَدَّثَنَا هَارُونُ بْنُ إِسْحَاقَ الْهَمْدَانِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ، قَالَ: سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ وَخَيْرُ نِسَائِهَا مَرْيَمُ بْنَتُ عِمْرَانَ» وَفِي الْبَابِ عَنْ أَنَسٍ، وَابْنِ عَبَّاسٍ، وَعَائِشَةَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
