আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮৬৩
আন্তর্জাতিক নং: ৩৮৬৩
পরিচ্ছেদ : যে নবী (ﷺ) এর সাহাবীদের গালমন্দ করে
৩৮৬৩। মাহমুদ ইব্‌ন গায়লান (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) বলেছেন : যারা বৃক্ষতলে বায়আত হয়েছে তারা সবাই জান্নাতে যাবে, লাল উষ্ট্রের মালিকটি ছাড়া। ১ হাদীসটি হাসান-গারীব।
باب فيمن سب أصحاب النبي صلى الله عليه وسلم
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قال: حَدَّثَنَا أَزْهَرُ السَّمَّانُ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ خِدَاشٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيَدْخُلَنَّ الجَنَّةَ مَنْ بَايَعَ تَحْتَ الشَّجَرَةِ إِلَّا صَاحِبَ الجَمَلِ الأَحْمَرِ»: «هَذَا حَدِيثٌ غَرِيبٌ»
জামে' তিরমিযী - হাদীস নং ৩৮৬৩ | মুসলিম বাংলা