আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৮৬৪
আন্তর্জাতিক নং: ৩৮৬৪
পরিচ্ছেদ : যে নবী (ﷺ) এর সাহাবীদের গালমন্দ করে
৩৮৬৪। কুতায়বা (রাহঃ)... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ হাতিব (রাযিঃ)-এর এক দাস রাসূলুল্লাহ্ (ﷺ) -এর কাছে হাতিবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এল। সে বলল ইয়া রাসুলাল্লাহ্। হাতির তো অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে। রাসুলুল্লাহ্ (ﷺ) বললেন : তুমি মিথ্যা বলেছ। হাতিব কখনও তাতে প্রবেশ করবে না। কেননা সে তো বদর এবং হুদায়বিদ্যায় উপস্থিত ছিল।

হাদীসটি হাসান-সাহীহ।
باب فيمن سب أصحاب النبي صلى الله عليه وسلم
حَدَّثَنَا قُتَيْبَةُ قال: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، أَنَّ عَبْدًا لِحَاطِبِ بْنِ أَبِي بَلْتَعَةَ جَاءَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَشْكُو حَاطِبًا فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ لَيَدْخُلَنَّ حَاطِبٌ النَّارَ فَقَالَ: رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَذَبْتَ لَا يَدْخُلُهَا فَإِنَّهُ شَهِدَ بَدْرًا وَالْحُدَيْبِيَةَ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন
জামে' তিরমিযী - হাদীস নং ৩৮৬৪ | মুসলিম বাংলা