আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৫০
আন্তর্জাতিক নং: ৩৭৫০
পরিচ্ছেদ : আব্দুর রহমান ইবন 'আওফ (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৫০। আহমাদ ইবন উছমান বসরী (রাহঃ) এবং ইসহাক ইবন ইবরাহীম ইব্‌ন শাহীদ বসরী ......... আবু সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আব্দুর রহমান ইব্‌ন আওফ (রাযিঃ) উম্মুল মু'মিনদের জন্য একটি উদ্যান ওয়াসীয়ত করেছিলেন। সেটি চার লাখ (রৌপ্য) মুদ্রায় বিক্রি হয়েছিল।
باب مناقب عبد الرحمن بن عوف رضي الله عنه
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ البَصْرِيُّ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ حَبِيبٍ البَصْرِيُّ قَالَ: حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، «أَوْصَى بِحَدِيقَةٍ لِأُمَّهَاتِ المُؤْمِنِينَ بِيعَتْ بِأَرْبَعِ مِائَةِ أَلْفٍ». هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
জামে' তিরমিযী - হাদীস নং ৩৭৫০ | মুসলিম বাংলা