আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৪৯
আন্তর্জাতিক নং: ৩৭৪৯
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ : আব্দুর রহমান ইবন 'আওফ (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৪৯। কুতায়বা (রাহঃ)... আয়িশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃ আমার পরে তোমাদের কি হবে এ বিষয়টি আমাকে চিন্তিত করে। প্রকৃত ধৈর্যশীলরা ছাড়া তোমাদের (ব্যয় নির্বাহে) কেউ ধৈর্যের উপর কায়েম থাকতে পারবে না।

বর্ণনাকারী আবু সালমা (রাহঃ) বলেনঃ এরপর আয়িশা (রাযিঃ) আমাকে বললেনঃ তোমার পিতা অর্থাৎ আব্দুর রহমান ইব্‌ন আওফকে আল্লাহ্ তা'আলা যেন জান্নাতের সালসাবীল নহর থেকে শরবত পান করান।

আব্দুর রহমান ইব্‌ন আওফ (রাযিঃ) নবী (ﷺ)-এর স্ত্রীগণকে এক বড় সম্পদ দান করেছিলেন যেটি চল্লিশ হাজার (স্বর্ণমুদ্রায়) বিক্রি করা হয়েছিল।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب مناقب عبد الرحمن بن عوف رضي الله عنه
حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ صَخْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «إِنَّ أَمْرَكُنَّ لَمِمَّا يُهِمُّنِي بَعْدِي، وَلَنْ يَصْبِرَ عَلَيْكُنَّ إِلَّا الصَّابِرُونَ». قَالَ: ثُمَّ تَقُولُ عَائِشَةُ، فَسَقَى اللَّهُ أَبَاكَ مِنْ سَلْسَبِيلِ الجَنَّةِ، تُرِيدُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ، وَقَدْ كَانَ وَصَلَ أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَالٍ، يُقَالُ: بِيعَتْ بِأَرْبَعِينَ أَلْفًا. هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ