৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৪৮
আন্তর্জাতিক নং: ৩৭৪৮
পরিচ্ছেদ : আব্দুর রহমান ইবন 'আওফ (রাযিঃ)-এর গুণাবলী
৩৭৪৮। সালিহ ইবন মিসমার মারওয়াযী (রাহঃ)... সাঈদ ইবন যায়দ (রাযিঃ) থেকে বর্ণিত যে, তিনি একদল লোকের মাঝে রিওয়ায়াত বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেছেনঃ দশজন হল জান্নাতী। আবু বকর জান্নাতী, উমার জান্নাতী, আলী, উছমান, যুবায়র, তালহা, আব্দুর রহমান, আবু উবায়দা, সা'দ ইব্ন আবু ওয়াক্কাস (জান্নাতী)।
সাঈদ ইবন যায়দ (রাযিঃ) এ নয়জনের কথা গণনা করলেন এবং দশমজনের কথা বলা থেকে নীরব রইলেন।
উপস্থিত লোকেরা বলল : আমরা আল্লাহর দোহাই দিয়ে আপনাকে বলছি হে আবুল আ'ওয়ার, দশমজন কে?
তিনি বললেনঃ তোমরা যখন আমাকে আল্লাহর দোহাই দিলে (তখন বলতেই হচ্ছে যে,) আবুল আ'ওয়ারও (সাঈদ ইবন যায়দ) জান্নাতী