আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৫১
আন্তর্জাতিক নং: ৩৭৫১
পরিচ্ছেদ : সা'দ ইব্‌ন আবু ওয়াক্কাস (রাযিঃ) মর্যাদা ও গুণাবলী
৩৭৫১। রাজা ইবনে মুহাম্মাদ আল-উদাবী (রাহঃ)... সাদ, (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূল বলেছেন, হে আল্লাহ্! সা'দ যখন তোমার কাছে দু'আ করবে, তখন তা তুমি কবূল করো।

এ হাদীসটি ইসমাঈল-কায়স (রাহঃ) সূত্রে বর্ণিত আছে। নবী (ﷺ) বলেছিলেনঃ হে আল্লাহ্! সা'দ যখনই তোমাকে ডাকবে, তখনই তার ডাক কবূল করো।

এটি অধিকতর সাহীহ।
بَابُ مَنَاقِبِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
حَدَّثَنَا رَجَاءُ بْنُ مُحَمَّدٍ العُذْرِيُّ قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ سَعْدٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ اسْتَجِبْ لِسَعْدٍ إِذَا دَعَاكَ»: " وَقَدْ رُوِيَ هَذَا الحَدِيثُ عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اللَّهُمَّ اسْتَجِبْ لِسَعْدٍ إِذَا دَعَاكَ» وَهَذَا أَصَحُّ
জামে' তিরমিযী - হাদীস নং ৩৭৫১ | মুসলিম বাংলা