আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৩৬
আন্তর্জাতিক নং: ৩৭৩৬
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ :
৩৭৩৬। ঈসা ইব্ন উছমান (রাহঃ)... আলী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ উম্মী নবী (ﷺ) আমাকে বিশেষভাবে বলে গেছেন যে, তোমাকে মু'মিনই কেবল ভালবাসবে আর মুনাফিক তোমার প্রতি বিদ্বেষ পোষণ করবে।
আদী ইবন ছাবিত (রাহঃ) বলেনঃ আমি এমন এক যুগের (অর্থাৎ আলীর প্রতি ভালবাসা পোষণকারী) মানুষ, যাদের জন্য নবী (ﷺ) দুআ করে গিয়েছেন।
আদী ইবন ছাবিত (রাহঃ) বলেনঃ আমি এমন এক যুগের (অর্থাৎ আলীর প্রতি ভালবাসা পোষণকারী) মানুষ, যাদের জন্য নবী (ﷺ) দুআ করে গিয়েছেন।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا عِيسَى بْنُ عُثْمَانَ ابْنِ أَخِي يَحْيَى بْنِ عِيسَى الرَّمْلِيِّ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ عِيسَى الرَّمْلِيُّ، عَنْ الأَعْمَشِ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، عَنْ عَلِيٍّ، قَالَ: «لَقَدْ عَهِدَ إِلَيَّ النَّبِيُّ الأُمِّيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ لَا يُحِبُّكَ إِلَّا مُؤْمِنٌ، وَلَا يَبْغَضُكَ إِلَّا مُنَافِقٌ» قَالَ عَدِيُّ بْنُ ثَابِتٍ: أَنَا مِنَ القَرْنِ الَّذِي دَعَا لَهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ»