আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
হাদীস নং: ৩৭৩৭
আন্তর্জাতিক নং: ৩৭৩৭
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ :
৩৭৩৭। মুহাম্মাদ ইব্ন বাশ্শার এবং ইয়াকুব ইবন ইবরাহীম প্রমুখ (রাহঃ)... উম্ম আতিয়্যা (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) (কোন এক অভিযানে) এক সেনাদল প্রেরণ করেন। এদের মাঝে আলী (রাযিঃ)-ও ছিলেন।
উম্ম আতিয়্যা (রাযিঃ) বলেনঃ তখন রাসূলুল্লাহ (ﷺ) -কে আমি দুই হাত তুলে দু'আ করতে শুনেছি যে, হে আল্লাহ্! আলীকে পুনর্বার না দেখিয়ে আমার মৃত্যু দিও না।
উম্ম আতিয়্যা (রাযিঃ) বলেনঃ তখন রাসূলুল্লাহ (ﷺ) -কে আমি দুই হাত তুলে দু'আ করতে শুনেছি যে, হে আল্লাহ্! আলীকে পুনর্বার না দেখিয়ে আমার মৃত্যু দিও না।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ وَغَيْرُ وَاحِدٍ، قَالُوا: حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ أَبِي الجَرَّاحِ قَالَ: حَدَّثَنِي جَابِرُ بْنُ صُبْحٍ، قَالَ: حَدَّثَتْنِي أُمُّ شَرَاحِيلَ، قَالَتْ: حَدَّثَتْنِي أُمُّ عَطِيَّةَ، قَالَتْ: بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَيْشًا فِيهِمْ عَلِيٌّ، قَالَتْ: فَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ رَافِعٌ يَدَيْهِ يَقُولُ: «اللَّهُمَّ لَا تُمِتْنِي حَتَّى تُرِيَنِي عَلِيًّا»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ، إِنَّمَا نَعْرِفُهُ مِنْ هَذَا الوَجْهِ
বর্ণনাকারী: