আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ

৪৮. নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল

হাদীস নং: ৩৭৩৫
আন্তর্জাতিক নং: ৩৭৩৫
নবীজী সাঃ ও সাহাবা রাঃ ; মর্যাদা ও বিবিধ ফাযায়েল
পরিচ্ছেদ
৩৭৩৫। মুহাম্মাদ ইব্‌ন বাশ্শার এবং মুহাম্মাদ ইব্‌ন মুছান্না (রাযিঃ) ......... যায়দ ইবন আরকাম (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আলী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন।

আমর ইবন মুররা (রাহঃ) বলেনঃ ইবরাহীম নাখঈ (রাহঃ)-এর কাছে আমি উক্ত রিওয়ায়াতটি উল্লেখ করলে তিনি প্রত্যাখ্যান করেন এবং বলেনঃ সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আবু বাকর সিদ্দীক (রাযিঃ)।
أبواب المناقب عن رسول الله صلى الله عليه وسلم
باب
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَمُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي حَمْزَةَ، رَجُلٍ مِنَ الأَنْصَارِ قَالَ: سَمِعْتُ زَيْدَ بْنَ أَرْقَمَ، يَقُولُ: «أَوَّلُ مَنْ أَسْلَمَ عَلِيٌّ». قَالَ: عَمْرُو بْنُ مُرَّةَ، - فَذَكَرْتُ ذَلِكَ - لِإِبْرَاهِيمَ النَّخَعِيِّ، فَأَنْكَرَهُ وَقَالَ: أَوَّلُ مَنْ أَسْلَمَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ: " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأَبُو حَمْزَةَ اسْمُهُ: طَلْحَةُ بْنُ يَزِيدَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান