আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬- তায়াম্মুমের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৩৯
২৩৭। মুখমণ্ডলে ও হস্তদ্বয়ে তায়াম্মুম করা
৩৩২। হাজ্জাজ (রাহঃ) .... আব্দুর রহমান ইবনে আবযা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আম্মার (রাযিঃ)-ও এ কথা (যা পূর্বের হাদীসে বর্ণনা করা হয়েছে তা) বর্ণনা করেছেন। শু’বা (রাহঃ) নিজের হস্তদ্বয় মাটিতে মেরে মুখের কাছে নিলেন (ফুঁ দিলেন)। তারপর নিজের চেহারা ও হস্তদ্বয় মাসাহ করলেন।
নযর (রাহঃ) শু’বা (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেন।
নযর (রাহঃ) শু’বা (রাহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেন।


বর্ণনাকারী: