আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬- তায়াম্মুমের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩৪০
২৩৭। মুখমণ্ডলে ও হস্তদ্বয়ে তায়াম্মুম করা
৩৩৩। সুলাইমান ইবনে হারব (রাহঃ) .... সাঈদ ইবনে আব্দুর রহমান ইবনে আবযা (রাহঃ) তাঁর পিতা থকে বর্ণনা করেন যে, তিনি (আব্দুর রহমান) উমর (রাযিঃ) এর কাছে উপস্থিত ছিলেন, আর আম্মার (রাযিঃ) তাঁকে বলেছিলেনঃ আমরা এক অভিযানে গিয়েছিলাম, আমরা উভয়ই জুনুবী হয়ে পড়লাম।

উক্ত রেওয়ায়েতে হাত দু’টোতে ‘نَفَخَ فِيهِمَا’ এর স্থলে ‘تَفَلَ فِيهِمَا’ বলেছেন। উভয়েই সমার্থক।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন