আল জামিউল কাবীর- ইমাম তিরমিযী রহঃ
১. রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
হাদীস নং: ৬১
আন্তর্জাতিক নং: ৬১
রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত পবিত্রতা অর্জনের অধ্যায়
এক উযুতে একাধিক নামায আদায় করা।
৬১. মুহাম্মাদ ইবনে বাশা্শার (রাহঃ) .... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণনা করেন নবী (ﷺ) প্রত্যেক নামাযের জন্য উযু করতেন। কিন্তু মক্কা বিজয়ের দিন এক উযুতে সব ক’টি নামায আদায় করেছিলেন এবং চামড়ার মোজায় মাসাহ করেছিলেন। উমর (রাযিঃ) তখন তাঁকে বললেন আপনি আজকে এমন একটি কাজ করলেন যা পূর্বে কখনও করেননি। রাসূল (ﷺ) বললেন হ্যাঁ, ইচ্ছা করেই এমন করেছি।
أبواب الطهارة عن رسول الله صلى الله عليه وسلم
باب مَا جَاءَ أَنَّهُ يُصَلِّي الصَّلَوَاتِ بِوُضُوءٍ وَاحِدٍ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ فَلَمَّا كَانَ عَامُ الْفَتْحِ صَلَّى الصَّلَوَاتِ كُلَّهَا بِوُضُوءٍ وَاحِدٍ وَمَسَحَ عَلَى خُفَّيْهِ . فَقَالَ عُمَرُ إِنَّكَ فَعَلْتَ شَيْئًا لَمْ تَكُنْ فَعَلْتَهُ . قَالَ " عَمْدًا فَعَلْتُهُ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ . وَرَوَى هَذَا الْحَدِيثَ عَلِيُّ بْنُ قَادِمٍ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ وَزَادَ فِيهِ " تَوَضَّأَ مَرَّةً مَرَّةً " . قَالَ وَرَوَى سُفْيَانُ الثَّوْرِيُّ هَذَا الْحَدِيثَ أَيْضًا عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ . وَرَوَاهُ وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ . قَالَ وَرَوَاهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ وَغَيْرُهُ عَنْ سُفْيَانَ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُرْسَلاً وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ وَكِيعٍ . وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ أَنَّهُ يُصَلِّي الصَّلَوَاتِ بِوُضُوءٍ وَاحِدٍ مَا لَمْ يُحْدِثْ وَكَانَ بَعْضُهُمْ يَتَوَضَّأُ لِكُلِّ صَلاَةٍ اسْتِحْبَابًا وَإِرَادَةَ الْفَضْلِ . وَيُرْوَى عَنِ الإِفْرِيقِيِّ عَنْ أَبِي غُطَيْفٍ عَنِ ابْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنْ تَوَضَّأَ عَلَى طُهْرٍ كَتَبَ اللَّهُ لَهُ بِهِ عَشْرَ حَسَنَاتٍ " . وَهَذَا إِسْنَادٌ ضَعِيفٌ . وَفِي الْبَابِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ بِوُضُوءٍ وَاحِدٍ .
হাদীসের তাখরীজ (সূত্র):
ইমাম আবু ঈসা তিরমিযী বলেন এই হাদিসটি হাসান ও সহীহ। আলী ইবনে কাদিম এই হাদিসটি সুফিয়ান ছাওরীর সনদে বর্ণনা করেছেন। তবে এতে নিম্নোক্ত বাক্যটি অতিরিক্ত রয়েছেঃ নবী (ﷺ) প্রতিটি অঙ্গ একবার করে ধুয়ে অযু করেছেন।
সুফিয়ান ছাওরী এই হাদিসটি মুহারিব ইবনে দিছার সুলাইমান ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু সূত্রে এরূপ বর্ণনা করেছেন যে, নবী(ﷺ) প্রত্যেক নামাযের জন্য অযু করতেন। ওয়াকী সুফিয়ান মুহারিব সুলাইমান ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু সূত্রে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আবদুর রহমান ইবনে মাহদী প্রমুখ রাবী এই হাদিসটি সুফিয়ান মুহারিব ইবনে দিছার সুলাইমান ইবনে বুরায়দা সূত্রে মুরসাল হিসাবে বর্ণনা করেছেন। এটি ওয়াকী বর্ণিত রিওয়াত অপেক্ষা সহীহ।
আলিমগণ এই হাদিস অনুসারে মত পোষণ করেন তাঁরা বলেন অযু নষ্ট না হওয়া পর্যন্ত একই অযুতে একধিক নামায আদায় করা যায়। তাঁদের কেউ কেউ বলেন অধিক ফযীলত লাভের আশায় প্রত্যেক নামাযের জন্য অযু করা মুস্তহাব। আফিরীকী (রাহঃ) আবু গুতায়ফ সূত্রে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেন তাহারাত অবস্থায়ও যদি কেউ অযু করে তবে আল্লাহ তাকে দশটি নেকী দিবেন। এই সনদটি যঈফ। এই বিষয়ে জাবির ইবনে আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত আছে যে, নবী (ﷺ) একই অযুতে যোহর ও আসর আদায় করেছেন।
সুফিয়ান ছাওরী এই হাদিসটি মুহারিব ইবনে দিছার সুলাইমান ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু সূত্রে এরূপ বর্ণনা করেছেন যে, নবী(ﷺ) প্রত্যেক নামাযের জন্য অযু করতেন। ওয়াকী সুফিয়ান মুহারিব সুলাইমান ইবনে বুরায়দা রাদিয়াল্লাহু আনহু সূত্রে এই হাদিসটি বর্ণিত হয়েছে। আবদুর রহমান ইবনে মাহদী প্রমুখ রাবী এই হাদিসটি সুফিয়ান মুহারিব ইবনে দিছার সুলাইমান ইবনে বুরায়দা সূত্রে মুরসাল হিসাবে বর্ণনা করেছেন। এটি ওয়াকী বর্ণিত রিওয়াত অপেক্ষা সহীহ।
আলিমগণ এই হাদিস অনুসারে মত পোষণ করেন তাঁরা বলেন অযু নষ্ট না হওয়া পর্যন্ত একই অযুতে একধিক নামায আদায় করা যায়। তাঁদের কেউ কেউ বলেন অধিক ফযীলত লাভের আশায় প্রত্যেক নামাযের জন্য অযু করা মুস্তহাব। আফিরীকী (রাহঃ) আবু গুতায়ফ সূত্রে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, নবী (ﷺ) বলেছেন তাহারাত অবস্থায়ও যদি কেউ অযু করে তবে আল্লাহ তাকে দশটি নেকী দিবেন। এই সনদটি যঈফ। এই বিষয়ে জাবির ইবনে আবদিল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত আছে যে, নবী (ﷺ) একই অযুতে যোহর ও আসর আদায় করেছেন।
বর্ণনাকারী: