কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩২. দুআর অধ্যায়
হাদীস নং: ৩৮৩৪
আন্তর্জাতিক নং: ৩৮৩৪
 দুআর অধ্যায়
রাসূলুল্লাহ -এর দু'আ
৩৮৩৪। মুহাম্মাদ ইব্ন আব্দুল্লাহ ইবন নুমায়র (রাহঃ)....... আনাস ইবন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূলুল্লাহ(ﷺ) এ দু'আ বেশী বেশী করতেন :اللَّهُمَّ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ (হে আল্লাহ! আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অবিচল রাখুন। জনৈক সাহাবী আরয করলেন : ইয়া রাসূলাল্লাহ! আপনি কি আমাদের ব্যাপারে আশংকা করেন, অথচ আমরা আপনার প্রতি ঈমান এনেছি এবং আপনার আনিত বিষয়কে আমরা সত্য বল স্বীকার করেছি। তখন তিনি বললেন : দেখ অন্তরসমূহ মহাশক্তিশালী রহমানের দুই আংগুলের মাঝে (অর্থাৎ তার পূর্ণ নিয়ন্ত্রণে), তিনি সেগুলোকে উলটপালট করেন। অতঃপর বর্ণনাকারী আমাশ (রাহঃ) তাঁর আংগুলের সাহায্যে ইশারা করে দেখালেন।
كتاب الدعاء
بَاب دُعَاءِ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يُكْثِرُ أَنْ يَقُولَ " اللَّهُمَّ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ " . فَقَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ تَخَافُ عَلَيْنَا وَقَدْ آمَنَّا بِكَ وَصَدَّقْنَاكَ بِمَا جِئْتَ بِهِ فَقَالَ " إِنَّ الْقُلُوبَ بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ يُقَلِّبُهَا " . وَأَشَارَ الأَعْمَشُ بِإِصْبَعَيْهِ .