কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৩২. দুআর অধ্যায়
হাদীস নং: ৩৮৩৫
আন্তর্জাতিক নং: ৩৮৩৫
রাসূলুল্লাহ -এর দু'আ
৩৮৩৫। মুহাম্মাদ ইব্ন রুমহ্ (রাহঃ)........ আবু বাকর সিদ্দীক (রাযিঃ) থেকে বর্ণিত, একদা তিনি রাসূলুল্লাহ(ﷺ) কে বললেন : আমাকে এমন কোন দু'আ শিখিয়ে দিন, যার দ্বারা আমি আমার সালাতে দু'আ করবো, তিনি বললেন: তুমি বল :اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ হে আল্লাহ! আমার নফসের উপর নি:সন্দেহে আমি অবিচার করেছি। আর আপনি ছাড়া কেউ পাপ সমূহ ক্ষমা করতে পারে না, সুতরাং আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাগফিরাত ও ক্ষমা দান করুন।আপনি আমার প্রতি রহম করুন, আপনি অধিক ক্ষমাশীল, অতি দয়ালু।
بَاب دُعَاءِ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ، عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ، . أَنَّهُ قَالَ لِرَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَلِّمْنِي دُعَاءً أَدْعُو بِهِ فِي صَلاَتِي . قَالَ " قُلِ اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ " .
হাদীসের ব্যাখ্যা:
নামাযের শেষ বৈঠকে দুরূদের পরে আরবী ভাষায় নিজের জন্য মাগফিরাত বা রহমত চাওয়া অথবা আখেরাতের কল্যাণ কামনা করা বিষয়ক কুরআন-সুন্নাহর সাথে সাদৃশ্যপূর্ণ যে কোন দুআ’ করা যেতে পারে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/৫২১) অবশ্য এ দুআটি পাঠ করা বেশী উত্তম হবে।
