কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৩২. দুআর অধ্যায়

হাদীস নং: ৩৮৩৩
আন্তর্জাতিক নং: ৩৮৩৩
দুআর অধ্যায়
রাসূলুল্লাহ -এর দু'আ
৩৮৩৩। আবু বাকর ইবন আবু শায়বা (রাহঃ)...... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ(ﷺ) এরূপ দু'আ করতেন: اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي হে আল্লাহ! যে ইলম আমাকে দান করেছেন, তার দ্বারা আমাকে উপকৃত করুন। وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي এবং আমাকে সেই 'ইলম দান করুন, যা আমার উপকার করবে।وَزِدْنِي عِلْمًا এবং আমার জ্ঞান বৃদ্ধি করুন। وَالْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ এবং সর্বাবস্থায় সমস্ত প্রশংসা আপনারule وَأَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ النَّارِ এবং আমি জাহান্নামের আযাব থেকে আল্লাহর আশয় প্রার্থনা করছি।
كتاب الدعاء
بَاب دُعَاءِ رَسُولِ اللهِ ﷺ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، عَنْ مُوسَى بْنِ عُبَيْدَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ يَقُولُ ‏ "‏ اللَّهُمَّ انْفَعْنِي بِمَا عَلَّمْتَنِي وَعَلِّمْنِي مَا يَنْفَعُنِي وَزِدْنِي عِلْمًا وَالْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ وَأَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ النَّارِ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৩৮৩৩ | মুসলিম বাংলা