আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩০৪২
১৯০৮. তীর নিক্ষেপ কালে যে বলেছে, এটা লও (পালিও না) আমি অমুকের পুত্র। আর সালামা (ইবনে আকওয়া (রাযিঃ) তীর নিক্ষেপকালে) বলেছেন, এটা লও (পালিও না) আমি আকওয়ার পুত্র
২৮২৮। উবাইদুল্লাহ (রাহঃ) .... আবু ইসহাক (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি বারা ইবনে আযিব (রাযিঃ)- কে জিজ্ঞাসা করল এবং বলল, হে আবু উমরাহ! আপনারা কি হুনায়নের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করেছিলেন? বারা (রাযিঃ) বললেন, (আবু ইসহাক (রাহঃ) বলেন), আর আমি তা শুনেছিলাম, সেদিন তো রাসূলুল্লাহ (ﷺ) পৃষ্ঠ প্রদর্শন করেননি। আবু সুফিয়ান ইবনে হারিস (রাযিঃ) তাঁর খচ্চরের লাগাম ধরেছিলেন। যখন মুশরিকগণ তাঁকে ঘিরে ফেলল, তখন তিনি অবতরণ করলেন এবং বলতে লাগলেন, আমি আল্লাহর নবী, মিথ্যা নয়। আমি আব্দুল মুত্তালিবের সন্তান। তিনি (বারা) (রাযিঃ) বলেন, সেদিন রাসূল (ﷺ) অপেক্ষা সুদৃঢ় আর কাউকে দেখা যায়নি।
