আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪৬- জিহাদের বিধানাবলী অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৩০৪৩
১৯০৯. শত্রুপক্ষ কারো মীমাংসা মেনে (দুর্গ থেকে) বেরিয়ে আসলে
২৮২৯। সুলাইমান ইবনে হারব (রাহঃ) .... আবু সাঈদ খুদরী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন নবী (ﷺ) কুরায়যার ইয়াহুদীরা সা‘দ ইবনে মুআয (রাযিঃ)-এর মীমাংসায় দুর্গ থেকে বেরিয়ে আসে, তখন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে ডেকে পাঠান। আর তিনি তখন ঘটনাস্থলের নিকটেই ছিলেন। তখন সা‘দ (রাযিঃ) একটি গাধার পিঠে আরোহণ করে আসলেন। যখন তিনি নিকটবর্তী হলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা, ‘তোমাদের নেতার প্রতি দণ্ডায়মান হও।’ তিনি এসে রাসূলুল্লাহ (ﷺ)- এর নিকট বসলেন। তখন তাঁকে বললেন, ‘এরা তোমার মীমাংসায় সম্মত হয়েছে। (কাজেই তুমিই তাদের ব্যাপারে ফয়সালা কর)।’ সা‘দ (রাযিঃ) বলেন, ‘আমি এই রায় ঘোষণা করছি যে, তাদের মধ্য থেকে যুদ্ধ করতে সক্ষমদেরকে হত্যা করা হবে এবং মহিলা ও শিশুদের বন্দী করা হবে।’ রাসূলুল্লাহ (ﷺ) বললেন, ‘তুমি তাদের ব্যাপারে আল্লাহ তাআলার ফয়সালার অনুরূপ ফয়সালাই করেছ।’


বর্ণনাকারী: