আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৪- গোসলের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮৩
১৯৬। জুনুবী ব্যক্তির ঘাম, নিশ্চয়ই মুসলিম অপবিত্র নয়
২৭৯। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ তাঁর সঙ্গে মদীনার কোন এক পথে নবী (ﷺ) এর দেখা হল। আবু হুরায়রা (রাযিঃ) তখন জানাবাতের অবস্থায় ছিলেন। তিনি বলেন, আমি নিজেকে নাপাক মনে করে সরে পড়লাম। পরে আবু হুরায়রা (রাযিঃ) গোসল করে এলেন। পুনরায় সাক্ষাত হলে রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেনঃ আবু হুরায়রা! কোথায় ছিলে? আবু হুরায়রা (রাযিঃ) বললেন, আমি জানাবাতের অবস্থায় আপনার সঙ্গে বসা সমীচীন মনে করিনি। তিনি বললেনঃ সুবাহানাল্লাহ্! মু’মিন নাপাক হয় না।
