আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪- গোসলের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮২
১৯৫। মহিলাদের ইহ্তিলাম (স্বপ্নদোষ) হলে।
২৭৮। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) .... উম্মুল মু’মিনীন উম্মে সালামা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আবু তালহা (রাযিঃ)-এর স্ত্রী উম্মে সুলায়ম (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর খিদমতে এসে বললেনঃ ইয়া রাসুলাল্লাহ! আল্লাহ্ তাআলা হকের ব্যাপারে লজ্জা করেন না। স্ত্রীলোকের ইহ্তিলাম (স্বপ্নদোষ) হলে কি গোসল ফরয হবে? রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হ্যাঁ। যদি তারা বীর্য দেখে।

হাদীসের ব্যাখ্যা:

উপরিউক্ত হাদীস থেকে প্রমাণিত হয় যে, বীর্যপাত হওয়া স্বপ্নে দেখলেই শুধু হবে না ঘুম থেকে উঠে যদি বাস্তবে বীর্যপাত হওয়া পরিলক্ষিত হয় তাহলে গোসল জরুরী হবে। এটাই হানাফী মাযহাবের মত। (শামী: ১/১৬৪) হযরত উম্মে সালামা রা. থেকেও একটি সহীহ হাদীসে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ স. ইরশাদ করেছেন: স্বপ্নদোষে বীর্যপাত হলে গোসল ফরয হবে। (বুখারী: ২৭৮)
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন