আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৪- গোসলের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ২৮৪
১৯৭। জানাবাতের সময় বের হওয়া এবং বাজার ইত্যাদিতে চলাফেরা করা।
আতা (রাহঃ) বলেছেন, জুনুবী ব্যক্তি উযু না করেও শিঙ্গা লাগাতে, নখ কাটতে এবং মাথা কামাতে পারে।
২৮০। আব্দুল আ’লা (রাহঃ) .... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) একই রাতে পর্যায়ক্রমে তাঁর স্ত্রীদের সঙ্গে মিলিত হতেন। তখন তাঁর নয়জন স্ত্রী ছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন