কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৫. দান-সাদ্কা সম্পর্কিত
হাদীস নং: ২৪০৭
আন্তর্জাতিক নং: ২৪০৭
জামিন হওয়া
২৪০৭। মুহাম্মাদ ইবন বাশশার (রাহঃ) ….. আবু কাতাদা (রাযিঃ) থেকে বর্ণিত যে, নবী (ﷺ)-এর খিদমতে একটি জানাযা হাজির করা হলো তার জানাযার নামায আদায়ের জন্য তিনি বললেনঃ তোমরা তোমাদের সঙ্গীর সালাতে জানাযা আয়াদ কর (আমি করব না) কেননা তার ওপর ঋণ রয়েছে। তখন আবু কাতাদা (রাযিঃ) বললেনঃ আমি তার জামিন হচ্ছি। নবী (ﷺ) বললেনঃ পূর্ণ ঋণের? তিনি বললেনঃ হ্যাঁ পূর্ণ ঋণের। আর সে ব্যক্তির ওপর আঠার অথবা উনিশ দিরহাম ঋণ ছিল।
بَاب الْكَفَالَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أُتِيَ بِجِنَازَةٍ لِيُصَلِّيَ عَلَيْهَا فَقَالَ " صَلُّوا عَلَى صَاحِبِكُمْ فَإِنَّ عَلَيْهِ دَيْنًا " . فَقَالَ أَبُو قَتَادَةَ أَنَا أَتَكَفَّلُ بِهِ . قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بِالْوَفَاءِ " . قَالَ بِالْوَفَاءِ . وَكَانَ الَّذِي عَلَيْهِ ثَمَانِيَةَ عَشَرَ أَوْ تِسْعَةَ عَشَرَ دِرْهَمًا .
