কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

১৫. দান-সাদ্‌কা সম্পর্কিত

হাদীস নং: ২৪০৬
আন্তর্জাতিক নং: ২৪০৬
জামিন হওয়া
২৪০৬। মুহাম্মাদ ইবন সাবাহ (রাহঃ) ..... ইবন আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) -এর সময়ে এক ব্যক্তি তার দেনাদারকে ধরলো। সে তার কাছে দশ দীনার পাওনা ছিল। দেনাদার লোকটি বললঃ আমার কাছে এমন কোন জিনিস নেই, যা আমি তোমাকে দেব। তখন পাওনাদার বললোঃ আল্লাহর কসম! আমি তোমাকে ততক্ষণ ছাড়বোনা, যতক্ষণ না তুমি আমার দেনা পরিশোধ করবে অথবা কোন জামিনদার দেবে। অতঃপর সে তাকে নবী (ﷺ) -এর কাছে ধরে নিয়ে গেল। তিনি তাকে (পাওনাদারকে) বললেন, তুমি তাকে কতদিনের সময় দিতে পার? সে বললোঃ এক মাস। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তাহলে আমিই তার জন্য জামিন। সে (করযদার) লোকটি নবী (ﷺ) তাকে যে সময়ের কথা বলেছিলেন, ঠিক সেই সময়েই তাঁর কাছে এলো। তখন নবী (ﷺ)তাকে বললেনঃ তুমি এ সম্পদ কোথায় পেলে? সে বললোঃ খনিতে। তিনি বললেনঃ ওতে কোন কল্যাণ নেই। অতঃপর তিনি তাঁর নিজের পক্ষ থেকেই পাওনাদারের দেনা পরিশোধ করে দিলেন।
بَاب الْكَفَالَةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً، لَزِمَ غَرِيمًا لَهُ بِعَشَرَةِ دَنَانِيرَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ مَا عِنْدِي شَىْءٌ أُعْطِيكَهُ فَقَالَ لاَ وَاللَّهِ لاَ أُفَارِقُكَ حَتَّى تَقْضِيَنِي أَوْ تَأْتِيَنِي بِحَمِيلٍ فَجَرَّهُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ كَمْ تَسْتَنْظِرُهُ ‏"‏ ‏.‏ فَقَالَ شَهْرًا فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ فَأَنَا أَحْمِلُ لَهُ ‏"‏ ‏.‏ فَجَاءَهُ فِي الْوَقْتِ الَّذِي قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏"‏ مِنْ أَيْنَ أَصَبْتَ هَذَا ‏"‏ ‏.‏ قَالَ مِنْ مَعْدِنٍ قَالَ ‏"‏ لاَ خَيْرَ فِيهَا ‏"‏ ‏.‏ وَقَضَاهَا عَنْهُ ‏.‏
সুনানে ইবনে মাজা - হাদীস নং ২৪০৬ | মুসলিম বাংলা