কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৫. দান-সাদ্কা সম্পর্কিত
হাদীস নং: ২৩৯৪
আন্তর্জাতিক নং: ২৩৯৪
দান-সাদ্কা সম্পর্কিত
কোন জিনিস সাদাকাহ করার পর তার ওয়ারিছ হলে
২৩৯৪। 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ)...বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক মহিলা নবী (ﷺ)-এর কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমি আমার মাকে আমার একটি বাগান দান করেছিলাম।
তিনি ইন্তিকাল করেছেন এবং তিনি আমাকে ছাড়া আর কোন ওয়ারিছ রেখে যাননি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার সদকাহ আদায় হয়েছে এবং এখন তোমার বাগান তোমার কাছে ফেরৎ এসেছে।
তিনি ইন্তিকাল করেছেন এবং তিনি আমাকে ছাড়া আর কোন ওয়ারিছ রেখে যাননি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার সদকাহ আদায় হয়েছে এবং এখন তোমার বাগান তোমার কাছে ফেরৎ এসেছে।
أبواب الصدقات
بَاب مَنْ تَصَدَّقَ بِصَدَقَةٍ ثُمَّ وَرِثَهَا
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي تَصَدَّقْتُ عَلَى أُمِّي بِجَارِيَةٍ وَإِنَّهَا مَاتَتْ . فَقَالَ " آجَرَكِ اللَّهُ وَرَدَّ عَلَيْكِ الْمِيرَاثَ " .
বর্ণনাকারী: