কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
১৫. দান-সাদ্কা সম্পর্কিত
হাদীস নং: ২৩৯৫
আন্তর্জাতিক নং: ২৩৯৫
দান-সাদ্কা সম্পর্কিত
কোন জিনিস সাদাকাহ করার পর তার ওয়ারিছ হলে
২৩৯৫। মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রাযিঃ) ...... আমর ইবন শু'আয়েরের দাদা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ এক ব্যক্তি নবী (ﷺ)-এর কাছে এসে বললো; আমি আমার মাকে আমার একটি বাগান দান করেছিলাম। তিনি তো ইন্তিকাল করেছেন এবং তিনি আমাকে ছাড়া অন্য কোন ওয়ারিছ রেখে যাননি। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ তোমার সাদাকা আদাম হয়েছে এবং এখন তোমার বাগান তোমার কাছে ফেরত এসেছে।
أبواب الصدقات
بَاب مَنْ تَصَدَّقَ بِصَدَقَةٍ ثُمَّ وَرِثَهَا
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ إِنِّي أَعْطَيْتُ أُمِّي حَدِيقَةً لِي وَإِنَّهَا مَاتَتْ وَلَمْ تَتْرُكْ وَارِثًا غَيْرِي فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَجَبَتْ صَدَقَتُكَ وَرَجَعَتْ إِلَيْكَ حَدِيقَتُكَ " .