কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭৪৯
আন্তর্জাতিক নং: ১৭৪৯
সাওম পালনকারীর সামনে আহার করা
১৭৪৯। মুহাম্মাদ ইবন মুসাফফা (রাহঃ)....বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) বিলাল (রাযিঃ)-কে বললেনঃ হে বিলাল! সকালের খানা নিয়ে এসো। বিলাল (রাযিঃ) বললেনঃ আমি সাওম রত আছি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ আমরা আমাদের রিযিক খাব। আর বিলালের অংশ রয়েছে জান্নাতে। হে বিলাল! তুমি কি অবগত আছ যে, সাওম পালনকারীর সামনে যখন আহার করা হয়, তখন তার হাড়সমূহ এবং ফিরিশতাকুল তার জন্য ক্ষমা চাইতে থাকে।
بَاب فِي الصَّائِمِ إِذَا أُكِلَ عِنْدَهُ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى حَدَّثَنَا بَقِيَّةُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم لِبِلَالٍ الْغَدَاءُ يَا بِلَالُ فَقَالَ إِنِّي صَائِمٌ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم نَأْكُلُ أَرْزَاقَنَا وَفَضْلُ رِزْقِ بِلَالٍ فِي الْجَنَّةِ أَشَعَرْتَ يَا بِلَالُ أَنَّ الصَّائِمَ تُسَبِّحُ عِظَامُهُ وَتَسْتَغْفِرُ لَهُ الْمَلَائِكَةُ مَا أُكِلَ عِنْدَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৭৪৯ | মুসলিম বাংলা