কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ
৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়
হাদীস নং: ১৭৪৮
আন্তর্জাতিক নং: ১৭৪৮
সাওম পালনকারীর সামনে আহার করা
১৭৪৮। আবু বকর ইব্ন আবু শায়বা ও আলী ইব্ন মুহাম্মাদ ও সাহল (রাহঃ)....উম্মু 'উমারা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসলে আমরা তাঁর সামনে খানা পরিবেশন করলাম। আর তাঁর কাছের কিছু লোক ছিল সাওম পালনকারী। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ যখন সাওম পালনকারীর সামনে আহার করা হয়, তখন ফিরিশতাগণ তার প্রতি সালাত পাঠ করেন।
بَاب فِي الصَّائِمِ إِذَا أُكِلَ عِنْدَهُ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ وَسَهْلٌ قَالُوا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شُعْبَةَ عَنْ حَبِيبِ بْنِ زَيْدٍ الْأَنْصَارِيِّ عَنْ امْرَأَةٍ يُقَالُ لَهَا لَيْلَى عَنْ أُمِّ عُمَارَةَ قَالَتْ أَتَانَا رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فَقَرَّبْنَا إِلَيْهِ طَعَامًا فَكَانَ بَعْضُ مَنْ عِنْدَهُ صَائِمًا فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم الصَّائِمُ إِذَا أُكِلَ عِنْدَهُ الطَّعَامُ صَلَّتْ عَلَيْهِ الْمَلَائِكَةُ


বর্ণনাকারী: