কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭৪০
আন্তর্জাতিক নং: ১৭৪০
সোমবার এবং বৃহস্পতিবার সাওম পালন করা
১৭৪০। 'আব্বাস ইব্‌ন 'আব্দুল আযীম 'আম্বারী (রাহঃ).....আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) সোমবার এবং বৃহস্পতিবার সাওম পালন করতেন। তাঁকে জিজ্ঞাসা করা হলোঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) আপনি কি সোমবার ও বৃহস্পতিবার সাওম পালন করেন? তিনি বললেনঃ পরস্পর সম্পর্ক ছিন্নকারী দুই ব্যক্তি ব্যতীত, আল্লাহ তা'আলা সোমবার এবং বৃহস্পতিবার এ দুইদিন প্রত্যেক মুসলমানকে ক্ষমা করেন। তিনি আরো বলেনঃ তারা সন্ধিতে আব্দ্ধ হওয়া অবধি, তাদের ছেড়ে দাও।
بَاب صِيَامِ يَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ عَنْ مُحَمَّدِ بْنِ رِفَاعَةَ عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ فَقِيلَ يَا رَسُولَ اللهِ إِنَّكَ تَصُومُ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ فَقَالَ إِنَّ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسَ يَغْفِرُ اللهُ فِيهِمَا لِكُلِّ مُسْلِمٍ إِلَّا مُهْتَجِرَيْنِ يَقُولُ دَعْهُمَا حَتَّى يَصْطَلِحَا
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৭৪০ | মুসলিম বাংলা