কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭৪১
আন্তর্জাতিক নং: ১৭৪১
আশহুরে হুরুমের সাওম
১৭৪১। আবু বকর ইবন আবু শায়বা (রাহঃ).... আবু মুজীবা বাহিলী (রাযিঃ) এর পিতা অথবা তার চাচা থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী (ﷺ)-এর কাছে এসে বললাম, ইয়া নাবী আল্লাহ! আমি সেই ব্যক্তি, যে গত বছরও আপনার নিকট এসেছিলাম। তিনি (ﷺ) বললেনঃ আমি তোমার শরীরকে দুর্বল দেখছি কেন? তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ) ! আমি রাত ব্যতীত দিনে আহার করি না। তিনি বললেনঃ তোমার নফসের উপর কষ্ট দেওয়ার জন্য তোমাকে কে নির্দেশ দিয়েছে? আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ (ﷺ)! আমি অধিক শক্তিশালী। তিনি বললেনঃ তুমি রামাযানের সাওম পালন করবে এবং এরপর প্রতি মাসে একদিন সাওম পালন করবে। আমি বললামঃ আমি তো অধিক শক্তিশালী। তিনি বললেনঃ তুমি রামাযানের সাওম পালন করবে এবং তারপর (প্রতিমাসে) দুই দিন সাওম পালন করবে। আমি বললামঃ আমি এর অধিক শক্তি রাখি। তিনি বললেনঃ রামাযানের সাওম পালন করবে এবং এরপর (প্রতি মাসে) তিনদিন। আর আশহুরে হুরুমের সাওম পালন কর।
بَاب صِيَامِ أَشْهُرِ الْحُرُمِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ الْجُرَيْرِيِّ عَنْ أَبِي السَّلِيلِ عَنْ أَبِي مُجِيبَةَ الْبَاهِلِيِّ عَنْ أَبِيهِ أَوْ عَنْ عَمِّهِ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ يَا نَبِيَّ اللهِ أَنَا الرَّجُلُ الَّذِي أَتَيْتُكَ عَامَ الْأَوَّلِ قَالَ فَمَا لِي أَرَى جِسْمَكَ نَاحِلًا قَالَ يَا رَسُولَ اللهِ مَا أَكَلْتُ طَعَامًا بِالنَّهَارِ مَا أَكَلْتُهُ إِلَّا بِاللَّيْلِ قَالَ مَنْ أَمَرَكَ أَنْ تُعَذِّبَ نَفْسَكَ قُلْتُ يَا رَسُولَ اللهِ إِنِّي أَقْوَى قَالَ صُمْ شَهْرَ الصَّبْرِ وَيَوْمًا بَعْدَهُ قُلْتُ إِنِّي أَقْوَى قَالَ صُمْ شَهْرَ الصَّبْرِ وَيَوْمَيْنِ بَعْدَهُ قُلْتُ إِنِّي أَقْوَى قَالَ صُمْ شَهْرَ الصَّبْرِ وَثَلَاثَةَ أَيَّامٍ بَعْدَهُ وَصُمْ أَشْهُرَ الْحُرُمِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী: