কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৭. রোযা ও ই'তিকাফের অধ্যায়

হাদীস নং: ১৭৩৯
আন্তর্জাতিক নং: ১৭৩৯
রোযা ও ই'তিকাফের অধ্যায়
সোমবার এবং বৃহস্পতিবার সাওম পালন করা
১৭৩৯। হিশাম ইবন 'আম্মার (রাহঃ)....রবী'আ ইবনুল গায (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 'আয়েশা (রাযিঃ) এর নিকট রাসূলুল্লাহ (ﷺ) -এর সাওম সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন তিনি বলেনঃ নবী (ﷺ) সোমবার ও বৃহস্পতিবার সাওম পালন করা ভাল মনে করতেন।
أبواب الصيام
بَاب صِيَامِ يَوْمِ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنِي ثَوْرُ بْنُ يَزِيدَ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ رَبِيعَةَ بْنِ الْغَازِ أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صِيَامِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم فَقَالَتْ كَانَ يَتَحَرَّى صِيَامَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৭৩৯ | মুসলিম বাংলা