কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৪৬৬
আন্তর্জাতিক নং: ১৪৬৬
নবী (ﷺ) এর গোসল প্রসঙ্গে
১৪৬৬। সা'য়ীদ ইবন ইয়াহ্ইয়া ইবন আযহার ওয়াসতী (রাহঃ) .... বুরায়দা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ সাহাবায়ে কিরাম যখন নবী (ﷺ)-এর গোসল দিতে শুরু করেন, তখন ভিতর থেকে একজন আহবানকারী তাদের ডেকে বলেনঃ তোমরা রাসূল (ﷺ) এর দেহ থেকে জামা খুলে ফেল না।
بَاب مَا جَاءَ فِي غُسْلِ النَّبِيِّ ﷺ
حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ الْأَزْهَرِ الْوَاسِطِيُّ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ حَدَّثَنَا أَبُو بُرْدَةَ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ لَمَّا أَخَذُوا فِي غُسْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم نَادَاهُمْ مُنَادٍ مِنْ الدَّاخِلِ لَا تَنْزِعُوا عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَمِيصَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৪৬৬ | মুসলিম বাংলা