কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৪৬৭
আন্তর্জাতিক নং: ১৪৬৭
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
নবী (ﷺ) এর গোসল প্রসঙ্গে
১৪৬৭। ইয়াহ্ইয়া ইবন খিযাম (রাহঃ)..... 'আলী ইব্‌ন আবু তালিব (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ তিনি যখন নবী (ﷺ)-কে গোসল দিচ্ছিলেন, তখন মৃতের থেকে যা অন্বেষণ করা হয়, তা তাঁর থেকে অন্বেষণ করছিলেন, কিন্তু কিছুই পাননি। তখন তিনি (আলী রা) বললেনঃ হে আবু তায়্যিব! ধন্য আপনার জীবন, ধন্য আপনার মৃত্যু।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي غُسْلِ النَّبِيِّ ﷺ
حَدَّثَنَا يَحْيَى بْنُ خِذَامٍ حَدَّثَنَا صَفْوَانُ بْنُ عِيسَى أَنْبَأَنَا مَعْمَرٌ عَنْ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ لَمَّا غَسَّلَ النَّبِيَّ صلى الله عليه وسلم ذَهَبَ يَلْتَمِسُ مِنْهُ مَا يَلْتَمِسُ مِنْ الْمَيِّتِ فَلَمْ يَجِدْهُ فَقَالَ بِأَبِي الطَّيِّبُ طِبْتَ حَيًّا وَطِبْتَ مَيِّتًا
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ১৪৬৭ | মুসলিম বাংলা