কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৪৫৫
আন্তর্জাতিক নং: ১৪৫৫
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মৃত ব্যক্তির চোখ বন্ধ করা
১৪৫৫। আবু দাউদ সুলায়মান ইবন তাওবা (রাহঃ).... শাদ্দাদ ইব্‌ন আওস (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যখন তোমরা তোমাদের কারো মৃত্যুর পর সেখানে হাযির হবে, তখন তোমরা তার চোখ বন্ধ করে দেবে। কেননা, চোখ রূহের অনুসরণ করে। আর তোমরা তার ব্যাপারে ভাল মন্তব্য করবে। কেননা, গৃহবাসীরা যা বলে থাকে, ফিরিশতারা তার উপর আমীন বলে।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي تَغْمِيضِ الْمَيِّتِ
حَدَّثَنَا أَبُو دَاوُدَ سُلَيْمَانُ بْنُ تَوْبَةَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ عَلِيٍّ حَدَّثَنَا قَزَعَةُ بْنُ سُوَيْدٍ عَنْ حُمَيْدٍ الْأَعْرَجِ عَنْ الزُّهْرِيِّ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم إِذَا حَضَرْتُمْ مَوْتَاكُمْ فَأَغْمِضُوا الْبَصَرَ فَإِنَّ الْبَصَرَ يَتْبَعُ الرُّوحَ وَقُولُوا خَيْرًا فَإِنَّ الْمَلَائِكَةَ تُؤَمِّنُ عَلَى مَا قَالَ أَهْلُ الْبَيْتِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান