হযরত শাদ্দাদ ইবনে আওস (রাঃ)

সকল রাবী একত্রে দেখুন

ত্ববকা (রিজাল শাস্ত্রে রাবীর অবস্থান): সাহাবী

বর্ণিত হাদীসসমূহ দেখুন

জীবনী

হযরত শাদ্দাদ ইবন আওস রাযি. খাযরাজ গোত্রীয় একজন আনসারী সাহাবী। তিনি প্রখ্যাত কবি সাহাবী হযরত হাসান ইবন সাবিত রাযি.-এর ভাতিজা। তাঁর পিতা আওস ইবন সাবিত রাযি.-ও একজন সাহাবী ছিলেন, যিনি বদর যুদ্ধে শরীক ছিলেন এবং উহুদের যুদ্ধে শহীদ হন। তাঁর মায়ের নাম সারীমা কিংবা সিরমা, যিনি আদী ইবনুন নাজ্জার গোত্রীয়া একজন নারী। তার ইসলামগ্রহণ সম্পর্কে কিছু জানা যায় না। প্রবল ধারণা এটাই যে, তিনিও একজন নারী সাহাবী ছিলেন। হযরত শাদ্দাদ রাযি. একজন জ্ঞানী-গুণী লোক ছিলেন। সহনশীলতা ছিল তাঁর চরিত্রের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। বলা হয়ে থাকে, দু'টি গুণ দ্বারা তিনি অন্যদের ছাড়িয়ে গিয়েছিলেন। তার একটি হচ্ছে উত্তম বাকশৈলী, আর দ্বিতীয়টি ক্রোধ সংবরণ। একজন উচ্চস্তরের আলেম ও ফকীহ সাহাবী হিসেবেও তাঁর সুখ্যাতি ছিল। তাঁকে বিখ্যাত সাহাবী হযরত উবাদা ইবনুস সামিত রাযি.-এর সমস্তরের গণ্য করা হয়। কেউ কেউ এমনও বলেছেন যে, শাম অঞ্চলে হযরত উবাদা রাযি. ও হযরত শাদ্দাদ রাযি... বিস্তারিত পড়ুন

আরবী জীবনী

হযরত শাদ্দাদ ইবনে আওস (রাঃ) | মুসলিম বাংলা