কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

৬. জানাযা-কাফন-দাফনের অধ্যায়

হাদীস নং: ১৪৫৬
আন্তর্জাতিক নং: ১৪৫৬
জানাযা-কাফন-দাফনের অধ্যায়
মৃত ব্যক্তিকে চুম্বন করা
১৪৫৬। আবু বকর ইব্‌ন আবু শায়বা ও 'আলী ইবন মুহাম্মাদ (রাহঃ) আয়েশা (রাযিঃ)–থেকে বর্ণিত। তিনি বলেনঃ মৃত উছমান ইবন মাযয়ুন (রাযিঃ) কে রাসূলুল্লাহ (ﷺ) চুম্বন করেন। আর আমি যেমন এখনো তাঁর গন্ড মুবারক বেয়ে অশ্রু ঝরতে দেখছি।
أبواب الجنائز
بَاب مَا جَاءَ فِي تَقْبِيلِ الْمَيِّتِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَبَّلَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم عُثْمَانَ بْنَ مَظْعُونٍ وَهُوَ مَيِّتٌ فَكَأَنِّي أَنْظُرُ إِلَى دُمُوعِهِ تَسِيلُ عَلَى خَدَّيْهِ