কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২. নামাযের অধ্যায়;নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং: ৬৭১
আন্তর্জাতিক নং: ৬৭১
নামাযের অধ্যায়;নামাযের ওয়াক্তের বিবরণ
ফজরের সালাতের ওয়াক্ত
৬৭১। 'আব্দুর রহমান ইবন ইবরাহীম দিমাশকী (রাহঃ)...মুগীস ইবন সুমায়্যা (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি 'আব্দুল্লাহ ইবন যুবায়র (রাযিঃ)-এর সঙ্গে আবছা আঁধারে ফজরের সালাত আদায় করলাম। যখন তিনি সালাম ফিরালেন, তখন আমি ইবন 'উমর (রাযিঃ)-এর কাছে গেলাম এবং বললামঃ এটা কোন ধরনের সালাত ? তিনি বললেনঃ এটা হলো সেই সালাত, যা আমরা রাসূলুল্লাহ (ﷺ), আবু বকর ও 'উমর (রাযিঃ)-এর সঙ্গে আদায় করেছি। যখন 'উমর (রাযিঃ)-কে আহত করা হলো, তখন থেকে 'উসমান (রাযিঃ) পরিষ্কার হলে এ সালাত আদায় করা শুরু করেন।
كتاب الصلاة أبواب مواقيت الصلاة
بَاب وَقْتِ صَلَاةِ الْفَجْرِ
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا نَهِيكُ بْنُ يَرِيمَ الأَوْزَاعِيُّ، حَدَّثَنَا مُغِيثُ بْنُ سُمَىٍّ، قَالَ صَلَّيْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ الصُّبْحَ بِغَلَسٍ فَلَمَّا سَلَّمَ أَقْبَلْتُ عَلَى ابْنِ عُمَرَ فَقُلْتُ مَا هَذِهِ الصَّلاَةُ قَالَ هَذِهِ صَلاَتُنَا كَانَتْ مَعَ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ وَأَبِي بَكْرٍ وَعُمَرَ فَلَمَّا طُعِنَ عُمَرُ أَسْفَرَ بِهَا عُثْمَانُ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৬৭১ | মুসলিম বাংলা