কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২. নামাযের অধ্যায়;নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং: ৬৭০
আন্তর্জাতিক নং: ৬৭০
ফজরের সালাতের ওয়াক্ত
৬৭০। উবায়দ ইবন আসবাত ইবন মুহাম্মাদ কুরাশী (রাহঃ)... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) এই আয়াত (তিলাওয়াত করলেন):
وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا
এবং ফজরের সালাত কায়েম করবে। কেননা ফজরের সালাত বিশেষভাবে পরিলক্ষিত হয়। (১৭ঃ৭৮)। নবী (ﷺ) এ আয়াতের ব্যাখ্যায় বলেনঃ এ সময় দিন ও রাতের ফিরিশতারা উপস্থিত হন।
بَاب وَقْتِ صَلَاةِ الْفَجْرِ
حَدَّثَنَا عُبَيْدُ بْنُ أَسْبَاطِ بْنِ مُحَمَّدٍ الْقُرَشِيُّ، حَدَّثَنَا أَبِي، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ اللَّهِ، وَالأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ (وَقُرْآنَ الْفَجْرِ إِنَّ قُرْآنَ الْفَجْرِ كَانَ مَشْهُودًا)‏ قَالَ ‏"‏ تَشْهَدُهُ مَلاَئِكَةُ اللَّيْلِ وَالنَّهَارِ ‏"‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৬৭০ | মুসলিম বাংলা