কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ

২. নামাযের অধ্যায়;নামাযের ওয়াক্তের বিবরণ

হাদীস নং: ৬৭২
আন্তর্জাতিক নং: ৬৭২
ফজরের সালাতের ওয়াক্ত
৬৭২। মুহাম্মাদ ইবন সাব্বাহ (রাহঃ) ......... রাফে' ইবন খাদীজ (রাযিঃ) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেনঃ তোমরা পূর্বাকাশ পরিষ্কার হলে ফজরের সালাত আদায় করবে। কেননা এতে রয়েছে অধিক পুরস্কার, অথবা বলেছেনঃ এতে তোমাদের জন্য রয়েছে অনেক বেশী সওয়াব।
بَاب وَقْتِ صَلَاةِ الْفَجْرِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، أَنْبَأَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ عَجْلاَنَ، سَمِعَ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ قَتَادَةَ، - وَجَدُّهُ بَدْرِيٌّ - يُخْبِرُ عَنْ مَحْمُودِ بْنِ لَبِيدٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ قَالَ ‏ "‏ أَصْبِحُوا بِالصُّبْحِ فَإِنَّهُ أَعْظَمُ لِلأَجْرِ أَوْ لأَجْرِكُمْ ‏"‏ ‏.‏ ‏.‏
tahqiqতাহকীক:তাহকীক চলমান
সুনানে ইবনে মাজা - হাদীস নং ৬৭২ | মুসলিম বাংলা