কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
হাদীস নং: ২৯৬০
আন্তর্জাতিক নং: ২৯৬০
তাওয়াফের পর দু’রাকআত নামায কোথায় আদায় করবে?
২৯৬৩. কুতায়বা (রাহঃ) ......... আমর (রাহঃ) থেকে বর্ণিত যে, ইবনে উমর (রাযিঃ) বলেছেনঃ রাসূলুল্লাহ (ﷺ) মক্কায় এলেন এবং সাতবার কাবার তাওয়াফ করলেন, এবং মাকামে ইবরাহীমের পেছনে দু’রাকআত নামায আদায় করলেন এবং সাফা ও মারওয়ায় সাঈ করালেন। আর বললেন: তােমাদের জন্য রাসূলুল্লাহ (ﷺ) এর মধ্যে উত্তম নমুনা রয়েছে।
أَيْنَ يُصَلِّي رَكْعَتَيْ الطَّوَافِ
أَخْبَرَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو قَالَ يَعْنِي ابْنَ عُمَرَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ وَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ وَقَالَ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ
