কিতাবুস সুনান (আলমুজতাবা) - ইমাম নাসায়ী রহঃ
২৪. হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
হাদীস নং: ২৯৫৯
আন্তর্জাতিক নং: ২৯৫৯
 হজ্ব আদায়ের পদ্ধতির বিবরণ
তাওয়াফের পর দু’রাকআত নামায কোথায় আদায় করবে?
২৯৬২. ইয়াকূব ইন ইবরাহীম (রাহঃ) ......... মুত্তালিব ইবনে আবু ওয়াদা’আহ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ বাসূলুল্লাহ (ﷺ) যখন তাওয়াফের সপ্তম চক্কর সমাপ্ত করলেন, তখন তিনি তাওয়াফ করার স্থানের এক পার্শ্বে গমন করলেন এবং সেখানে দু’রাকআত নামায আদায় করলেন। তখন তার মধ্যে এবং তাওয়াফকারীদের মধ্যে কেউ ছিল না।
كتاب مناسك الحج
أَيْنَ يُصَلِّي رَكْعَتَيْ الطَّوَافِ
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ يَحْيَى عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ كَثِيرِ بْنِ كَثِيرٍ عَنْ أَبِيهِ عَنْ الْمُطَّلِبِ بْنِ أَبِي وَدَاعَةَ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ فَرَغَ مِنْ سُبُعِهِ جَاءَ حَاشِيَةَ الْمَطَافِ فَصَلَّى رَكْعَتَيْنِ وَلَيْسَ بَيْنَهُ وَبَيْنَ الطَّوَّافِينَ أَحَدٌ
বর্ণনাকারী: