কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ

৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৫১৩১
আন্তর্জাতিক নং: ৫২২১
১৫৬. গালে চুমা দেয়া- সম্পর্কে।
৫১৩১. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) ..... ইয়াস ইবনে দি’ফাল (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আমি আবু নযরা (রাযিঃ)-কে ইমাম হাসান (রাযিঃ)-এর গালে চুমা দিতে দেখেছি।
باب فِي قُبْلَةِ الْخَدِّ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ إِيَاسِ بْنِ دَغْفَلٍ، قَالَ رَأَيْتُ أَبَا نَضْرَةَ قَبَّلَ خَدَّ الْحَسَنِ بْنِ عَلِيٍّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
rabi
বর্ণনাকারী:
সুনানে আবু দাউদ - হাদীস নং ৫১৩১ | মুসলিম বাংলা