কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫১৩২
আন্তর্জাতিক নং: ৫২২২
১৫৬. গালে চুমা দেয়া- সম্পর্কে।
৫১৩২. আব্দুল্লাহ ইবনে সালিম (রাহঃ) .... বারা (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ আবু বকর (রাযিঃ) যখন প্রথম মদীনায় আসেন, তখন আমি তাঁর সঙ্গে ছিলাম। এ সময় তাঁর মেয়ে আয়িশা (রাযিঃ) জ্বরাক্রান্ত হয়ে শুয়েছিলেন। আবু বকর (রাযিঃ) তাঁর কাছে যান এবং তাঁকে বলেনঃ হে আমার প্রিয় কন্যা! তুমি কেমন আছ? এরপর তিনি তাঁর গালে চুমা দেন।
باب فِي قُبْلَةِ الْخَدِّ
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَالِمٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ دَخَلْتُ مَعَ أَبِي بَكْرٍ أَوَّلَ مَا قَدِمَ الْمَدِينَةَ فَإِذَا عَائِشَةُ ابْنَتُهُ مُضْطَجِعَةٌ قَدْ أَصَابَتْهَا حُمَّى فَأَتَاهَا أَبُو بَكْرٍ فَقَالَ لَهَا كَيْفَ أَنْتِ يَا بُنَيَّةُ وَقَبَّلَ خَدَّهَا .
