কিতাবুস সুনান - ইমাম আবু দাউদ রহঃ
৩৬. ইসলামী শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫১৩০
আন্তর্জাতিক নং: ৫২২০
১৫৫. দু’চোখের মাঝখানে চুমা খাওয়া- সম্পর্কে।
৫১৩০. আবু বকর ইবনে আবি শাঈবা (রাহঃ) .... শা’বী (রাহঃ) থেকে বর্ণিত যে, নবী করীম (ﷺ) জা’ফর ইবনে আবু তালিব (রাযিঃ)-এর সাথে মিলিত হয়ে, তাঁর সাথে মু’আনাকা (আলিঙ্গণ) করেন এবং তাঁর দু’চোখের মাঝখানে অর্থাৎ কপালে চুমা দেন।
باب فِي قُبْلَةِ مَا بَيْنَ الْعَيْنَيْنِ
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ أَجْلَحَ، عَنِ الشَّعْبِيِّ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم تَلَقَّى جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ فَالْتَزَمَهُ وَقَبَّلَ مَا بَيْنَ عَيْنَيْهِ .


বর্ণনাকারী: