মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১১৬
রোযা অধ্যায়
যেসব কারণে রোযা নষ্ট হয় না
১১৬. হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাযি. থেকে বর্ণিত, হযরত উমর ইবনুল খাত্তাব রাযি. বলেন, একবার আমি রোযা অবস্থায় খাহেশের কাছে কিছুটা পরাভূত হয়ে গেলাম এবং স্ত্রীকে চুমু খেয়ে বসলাম। তারপর রাসূলুল্লাহ (ﷺ) এর খেদমতে হাজির হয়ে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আজ আমি একটি মারাত্মক কাজ করে ফেলেছি, আমি রোযা রেখে স্ত্রীকে চুমু খেয়েছি। তিনি বললেন: আচ্ছা, বল তো, তুমি যদি মুখে পানি নিয়ে কুল্লি কর, (তাহলে এতে কি তোমার রোযা নষ্ট হয়ে যাবে?) আমি উত্তর দিলাম, এতে তো রোযার কোন ক্ষতি হবে না। তিনি তখন বললেন: তাহলে (শুধু চুমু খাওয়াতে) কি হল? -আবূ দাউদ
کتاب الصوم
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ : قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ : هَشَشْتُ ، فَقَبَّلْتُ وَأَنَا صَائِمٌ ، فَقُلْتُ : يَا رَسُولَ اللَّهِ ، صَنَعْتُ الْيَوْمَ أَمْرًا عَظِيمًا قَبَّلْتُ ، وَأَنَا صَائِمٌ ، قَالَ : « أَرَأَيْتَ لَوْ مَضْمَضْتَ مِنَ الْمَاءِ ، وَأَنْتَ صَائِمٌ » ، قُلْتُ : لَا بَأْسَ ، قَالَ : « فَمَهْ »
(رواه ابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ (ﷺ)-এর এ উত্তর দ্বারা কেবল এ একটি মাসআলাই জানা হয়নি যে, শুধু চুমু খাওয়াতে রোযার ক্ষতি হয় না; বরং একটি মূলনীতি জানা হয়ে গেল যে, রোযা ভঙ্গকারী জিনিস হল খাওয়া, পান করা এবং স্ত্রীসঙ্গম করা। আর যেভাবে পানাহারের কোন জিনিস কেবল মুখে রেখে দিলেই রোযা নষ্ট হয় না, তেমনিভাবে স্ত্রীকে চুমু খাওয়া ও স্পর্শ করাতে (যা কেবল স্ত্রীসঙ্গমের ভূমিকা হয়ে থাকে) রোযা নষ্ট হয় না। হ্যাঁ, যে ব্যক্তির বেলায় এ আশংকা থাকে যে, সে খাহেশের কাছে পরাভূত হয়ে গিয়ে স্ত্রীসঙ্গমেই লিপ্ত হয়ে যাবে, তার জন্য রোযা অবস্থায় এসব বিষয় থেকেও দূরে থাকতে হবে- যেমন, উপরের কোন কোন হাদীস দ্বারা এ বিষয়টি আগেও জানা হয়ে গিয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান