মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১১৫
রোযা অধ্যায়
যেসব কারণে রোযা নষ্ট হয় না
১১৫. রাসূলুল্লাহ (ﷺ) এর জনৈক সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে 'আরজ' নামক স্থানে দেখেছি যে, তিনি রোযা অবস্থায় পিপাসা অথবা গরমের কারণে মাথায় পানি ঢালছেন। -মুয়াত্তা মালেক, আবু দাউদ
کتاب الصوم
عَنْ بَعْضِ اَصْحَابِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَقَدْ رَأَيْتُ النَّبِىَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْعَرْجِ يَصُبُّ عَلَى رَأْسِهِ الْمَاءَ ، وَهُوَ صَائِمٌ مِنَ الْعَطَشِ ، أَوْ مِنَ الْحَرِّ.
(رواه مالك وابوداؤد)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস দ্বারা জানা গেল যে, রোযা অবস্থায় পিপাসা অথবা গরমের প্রচণ্ডতা লাঘব করার জন্য মাথায় পানি ঢালা অথবা এ ধরনের অন্য কোন উপায় অবলম্বন করা জায়েয এবং এটা রোযার চেতনা পরিপন্থী নয়। রাসূলুল্লাহ (ﷺ) এ ধরনের কোন কোন কাজ এ জন্যও করতেন যে, এ কর্মনীতি দ্বারা নিজের অক্ষমতা ও দুর্বলতা ফুটে উঠে- যা হচ্ছে দাসত্বের প্রাণবস্তু। তাছাড়া তিনি উম্মতের জন্য সহজসাধ্যতার নমুনা কায়েম করতে চাইতেন। আল্লাহর অসংখ্য রহমত ও শান্তি বর্ষিত হোক তাঁর উপর।
'আরজ' মদীনা থেকে মক্কা যাওয়ার পথে তিন মনযিলের মাথায় একটি আবাদ জনবসতি ছিল। এ জন্য এ ঘটনাটি কোন সফরের হবে। হতে পারে যে, এটা মক্কা বিজয়ের সফরের ঘটনাই হবে- যা রমযান শরীফে হয়েছিল এবং হুযুর (ﷺ) উসফান নামক স্থানে পৌঁছার আগ পর্যন্ত রোযা রেখে যাচ্ছিলেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান