মা'আরিফুল হাদীস

রোযা অধ্যায়

হাদীস নং: ১১৪
রোযা অধ্যায়
যেসব কারণে রোযা নষ্ট হয় না
১১৪. হযরত আমের ইবনে রবীআ রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)কে অসংখ্য বার দেখেছি যে, তিনি রোযা অবস্থায় মেসওয়াক করছেন।-তিরমিযী, আবু দাউদ
کتاب الصوم
عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ قَالَ : رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا لاَ أُحْصِي يَتَسَوَّكُ وَهُوَ صَائِمٌ.
(رواه الترمذى وابوداؤد)
tahqiqতাহকীক:তাহকীক চলমান